প্রকল্পের প্রথম পর্যায়ে অর্জন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যআপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যযোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পটি ১ম পর্যায়ে জুলাই ২০১১ হতে ডিসেম্বর ২০১৫ মেয়াদে বাস্তবায়িত হয়।
প্রকল্পের প্রথম পর্যায়ে নিম্নবর্ণিত ১৩টি উপজেলায় ১৩টি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয় :
ক্রমিক নংবিভাগজেলাউপজেলা১ঢাকা বিভাগগাজীপুরকালিগঞ্জগোপালগঞ্জকোটালীপাড়াকিশোরগঞ্জভৈরব২চট্টগ্রাম বিভাগখাগড়াছড়িমাটিরাঙ্গানোয়াখালীচাটখিলকুমিল্লাদেবিদ্বার৩রাজশাহী বিভাগনওঁগাপত্নীতলা৪খুলনা বিভাগকুষ্টিয়াভেড়ামারাবাগেরহাটমোল্লাহাট৫বরিশাল বিভাগবরিশালগৌরনদীপটুয়াখালীপটুয়াখালী সদর৬রংপুর বিভাগগাইবান্ধাগোবিন্দগঞ্জ৭সিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গল
১৩টি তথ্যকেন্দ্রের মাধ্যমে ২,৬৩,৩২৯ জন গ্রামীণ মহিলাকে তথ্যসেবা প্রদান করা হয়;
উঠান বৈঠকের মাধ্যমে ২৫৩২৩ জন গ্রামীণ মহিলাকে তথ্যপ্রযুক্তি বিষয়ক কার্যক্রম সম্পর্কে সচেতন করা হয়;
ওয়েব পোর্টাল, তথ্য ভাণ্ডার, উইমেন টিভি, এমআইএস সফটওয়্যার, মোবাইল এ্যাপ্লিকেশন এবং কল-সেন্টার প্রতিষ্ঠা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস